• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

৯ মাসে সর্বোচ্চ সূচক, কমেছে লেনদেন

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০১৯, ১৬:২২ | আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৬:২৪
বিজনেস ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৯ মাসে সবকয়টি সূচকের উত্থান ঘঠেছে। লেনদেন কিছুটা কমলেও অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩৬ পয়েন্টে। যা ৯ মাস আগে বা ১৮৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ডিএসইর ডিএসইএক্স সূচক ২০১৮ সালের ৯ এপ্রিল বেশি ছিল। ওই দিন ডিএসইএক্স ৫ হাজার ৮৭৯ পয়েন্ট ছিল। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯ পয়েন্টে।

সম্পর্কিত খবর

    ডিএসইতে আগের কার্যদিবস থেকে কমে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাড়িয়েছে ১ হাজার ১৩৯ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকায়। যা আগের দিন থেকে ৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৬ কোটি টাকার।

    আজ ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬ শতাংশ বা ১৫৯টির, কমেছে ৪৩ শতাংশ বা ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ শতাংশ বা ৩৮টির।

    অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৫৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

    পিবিডি/ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close