• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংরক্ষিত আসনে চার দিনে আ’লীগের ১৫১০ ফরম বিক্রি

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০১৯, ২১:১৭
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সদস্য হতে চার দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৫১০ জন। এর মধ্যে শেষ দিন শুক্রবার (১৮ জানুয়ারি) ফরম কিনেছেন ১২৫ জন আগ্রহী প্রার্থী।প্রথম দিনে ৬২৪টি, দ্বিতীয় দিনে ৪৩৩টি, তৃতীয় দিনে ৩২৬টি ফরম বিক্রি হয়।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ফরম বিক্রি শেষ করে দেওয়া হয়েছে। এখন ২০ জানুয়ারি পর্যন্ত ফরম জমা নেওয়া হবে।

সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় প্রতিটি ফরমের মূল্য নেওয়া হয়েছে ৩০ হাজার টাকা। সে অনুযায়ী চার দিনে ১৫১০টি ফরম থেকে এসেছে চার কোটি ৫৩ লাখ টাকা।গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে সংসদ (এমপি) নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

পিবিডি/জিএম

আওয়ামী লীগ,সংরক্ষিত নারী আসন,জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close