• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সীমান্ত দিয়ে ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা ভারতের

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ২২:১৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এবার ভারত থেকে আতঙ্কে বাংলাদেশে আসতে শুরু করেছে দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। মিয়ানমারে ফেরত পাঠানোর ভয়ে ভারত ছেড়ে পালিয়ে আসছেন বাংলাদেশে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী ভারতীয় সীমান্ত দিয়ে ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানেোর চেষ্টা করছে বিএসএফ। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।

তবে, বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা রোহিঙ্গা নয়, তারা ভারতীয়।

এ ঘটনায় দু'দেশের বিজিবি - বিএসএফ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে কসবা কাজিয়াতলী সীমান্তের ২০২৯ সীমান্ত পিলার এলাকায় এবৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)' নেতৃত্বে ছিলেন ২৫ ব্যাটালিয়নের উপ- অধিনায়ক মেজর শফিক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষে নেতৃত্ব ছিলেন ১২০ ব্যাটালিয়নের উপ- অধিনায়ক মুনীষ গীণ।

উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, শুক্রবার রাত থেকে কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে রোহিঙ্গা সদস্যরা দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে।

২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক বলেন, সীমান্তের শূন্যরেখায় যারা অবস্থান করছে আমরা মনে করি, তারা ভারতীয় নাগরিক।

তিনি আরও বলেন, এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বিজিবি- বিএসএফ দফায় দফায় বৈঠকে বসছে । তবে উচ্চ পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

পিবিডি/একে

রোহিঙ্গা,ভারত,সীমান্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close