• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজধানীতে ফাঁসি দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০১৯, ২১:০৭ | আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২১:০৮
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাজাহানপুরে ১৫ বছর বয়সি এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তার নাম শান্তা আক্তার (১৫)।

রোববার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে শাজাহানপুর বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে বলে তার স্বজনরা জানিয়েছেন। সে খিলগাঁওয়ের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

শান্তার ভাই শাকিল জানান, বাগিচা এলাকার ঝিলপাড় খান মঞ্জিলের চতুর্থতলায় বোন শান্তা, মা কাজল বেগম ও ভাবীকে (বড় ভাইয়ের বউ) নিয়ে ভাড়া থাকেন। শান্তা তাদের একমাত্র বোন ও সবার ছোট ছিল। তারা তিন ভাই। দুই ভাই ও তাদের বাবা আবদুল করিম প্রবাসী।

তিনি বলেন, সন্ধ্যায় বাসায় ফিরে শান্তা ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এসময় বাসায় ভাবী ছিলেন। অন্য সবাই বাসার বাইরে ছিলো। অনেক সময় দরজা বন্ধ থাকায় ভাবী ডাকাডাকি করেন। এতে সাড়া-শব্দ না পেয়ে ভাবী আমাকে খবর দেন। পরে আমিও এসে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শান্তাকে দেখতে পাই।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাতটার দিকে মৃত ঘোষণা করেন। কিন্তু, কী কারণে শান্তা আত্মহত্যা করলো কিছুই বুঝতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না-তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পিবিডি/আরিফ

গলায় ফাঁস,আত্মহত্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close