• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ০২:৩৪
নিজস্ব প্রতিবেদক
ছবি- সংগৃহীত।

নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ সোমবার (২১ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বলে জনিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

তিনি জানান, ‘বৈঠকে নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নৌবাহিনী প্রধান তার মেয়াদকালে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সহযোগিতার জন্যে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের নৌবাহিনী এখন প্রতিরক্ষায় যে কোনো হুমকি মোকাবেলায় আরও বেশি সক্ষম। তিনি আশা প্রকাশ করেন যে, নৌবাহিনীর চলমান এ উন্নয়ন ও অগ্রগতির ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে জানানো হয়, নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে দিয়োগ দেয়া হয়েছে। রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেয়ার পর আগামী ২৬ জানুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হবে।

পিবিডি/ হাসনাত

সাক্ষাৎ,নৌবাহিনী প্রধান,রাষ্ট্রপতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close