• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

খারাপ কবিতা- ১৬

প্রকাশ:  ২৬ আগস্ট ২০১৭, ০১:৫২ | আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০১:৫৫
মুনমুন শারমিন শামস

একটা প্রেমের গদ্য লিখতে হবে

তাই প্রেমিককে জানালুম

সম্পর্কিত খবর

    বললাম, বল তো কী লিখি?

    সে বললো, লেখো আমার কথা।

    আমি বললাম, তবে গদ্যের নাম

    দিলুম - চতুর্থ প্রেমিক

    সে বললে, যথার্থ!

    এরপর পৃষ্ঠা ভরে এত লিখলুম এত লিখলুম

    চুম্বন আর সঙ্গমের এত এত

    বর্ণণায় ভরে দিলুম

    পাতার পর পাতা

    তারপর সেসবের ভাজে ভাজে শিরশিরিয়ে

    নামল ঈর্ষা আর তেজ

    দ্বন্দ্ব আর বিষ।

    গদ্যের নাম হলো- শুয়োপোকার সাথে কয়েকটি দিন!

    তেড়ে এলেন চতুর্থ

    'এত আস্পর্ধা তোমার'?

    বললুম, ভালোবাসার লালা ঝরিয়ে ঝরিয়ে তীব্র অপেক্ষায়

    শুয়োপোকা একদিন প্রজাপতি হয়

    প্রেমিক মানে প্রজাপতি- বাটারফ্লাই!

    বোকা প্রেমিকের ক্রোধ গেল গলে, নিমেষেই।

    হে প্রেমিক, তুমি কি জানো না সব অপেক্ষাই প্রজাপতিতে গড়ায় না!

    ২৬ .০৮. ২০১৭

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close