• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ঈশ্বরের সাথে বেশ্যাকেও লালন করি!

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৬
আল-রাজী মাহমুদ অনিক

আজ দুপুরে একটা পেনড্রাইভ হারানো গেছে আমার ,

এই ধরুন , বেলা তিনটের দিকে ,

সম্পর্কিত খবর

    আমি তখন বন্ধুর বাসা থেকে ফিরছিলাম ।

    বাসায় এসে যেই বের করে ড্রয়ারে রাখতে যাব,

    অমনি দেখি নেই !

    প্যান্টের চারটে পকেটই আমি তন্ন তন্ন করে খুঁজেছি ,

    না পেয়ে ছুটে গেছি ফেলে আসা পথে ।

    বিশ্বাস করুন, প্রতিটি ইঞ্চি আমি খুঁজেছি ,

    মন আর চোখ দুটো এক করে।

    কোন সহৃদয় ব্যক্তি যদি নিজের মনে করে কুঁড়িয়ে নিয়ে থাকেন,

    দয়া করে দিয়ে দিবেন,

    আসলে একটাই পেনড্রাইভ আমার ।

    ওটার গায়ের রঙ সাদা ,

    ওতে কি আছে তাও বলছি -

    রবীন্দ্রনাথের শেষের কবিতার একটা রেকর্ডিং,

    ১৪ টি গান ( এর মধ্যে ৮ টি রবীন্দ্র ও ৬ টি নজরুল ),

    পবিত্র একটি ধর্ম গ্রন্থ,

    আমার প্রেমিকার একটি ফটোগ্রাফ ,

    আমার বাবার গাওয়া শেষ গানটা,

    আর,একটা পর্নোগ্রাফি 'লিটল ডিপার নাতাশা মালকভা ।'

    এই সবগুলোই আমার খুব প্রিয় ।

    আমার তো কম্পিউটার নেই ,

    তাই পেনড্রাইভটাতেই সব জমিয়ে রেখেছিলাম ।

    ইচ্ছে হলে বন্ধুর ল্যাপটপে নিয়ে দেখতাম ।

    জিজ্ঞেস করতে পারেন,

    ধর্ম গ্রন্থের সাথে পর্নোগ্রাফি কি করে রাখলাম ?

    কি করবো বলুন,

    আমার যে একটাই পেনড্রাইভ,

    তাছাড়া,

    একটামাত্র মনেই তো আমরা

    ঈশ্বরের সাথে বেশ্যাকেও লালন করি !

    কবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close