• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সীমানার ওপারে...

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৬:১২
মনিরুল ইসলাম মনি

সীমানার ওপারে আরেকটি সীমান্ত-

যেখানে নেই কোন কাঁটাতারের অংক

সম্পর্কিত খবর

    রাতের আকাশে থাকবে ভরা পূর্ণিমা,

    আমাবশ্যা ওখানে হবে ডুমুরের ফুল!

    ঘুঙুর বাজবে

    পাখির গানের তালে

    গাছেরা নাচবে দুলে-

    রাঙাকেশী মেঘের দুর্বার কীর্তন সুরে

    পাথরেরা হয়ে যাবে মোলায়েম আসন।

    পার্থিব সুখ হয়ে ধরা দেবে কলংক!

    সূর্য বিলাবে মায়া শীতলতার আবেশ

    মানব- ধর্ম হয়ে থাকবে সর্বজনীন-

    শয়তানের মুখে বাজবে সুন্দরের গান।

    মৃন্ময় আভায়

    স্বর্ণে মোড়ানো পাহাড়

    চূড়ায় থাকবে হীরে-

    কালোরা সাদা হয়ে দেয়াল বানাবে শান্তির

    কান্না-হাসি আর চোখের জলের মতই

    ভাষাটা থাকবে এক- নর্মতার আভারণে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close