• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খামখেয়ালী সভার রবীন্দ্র অধ্যয়নসভা শিগগির শুরু হচ্ছে

প্রকাশ:  ২৩ নভেম্বর ২০১৭, ২১:১০
নিজস্ব প্রতিবেদক

খামখেয়ালী সভার এক বছর মেয়াদি কোর্স রবীন্দ্র অধ্যয়নসভা আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে। এ কোর্সটিতে রবীন্দ্রনাথের ২৫-৩০টি নির্বাচিত বই পড়ানো হবে।

কোর্স সমন্বয়ক আহমেদ মাসুম জানান, রবীন্দ্র সাহিত্যে যে কেউ এ কোর্সে আবেদন করতে পারবেন। কোর্সটির উপদেষ্টা হিসেবে রয়েছেন রবীন্দ্রগুণী ও ভাষাসংগ্রামী আহমদ রফিক। বাংলাদেশ ও ভারতের বরেণ্য রবীন্দ্রগবেষক, শিক্ষক, সাহিত্যিক ও শিল্পীরা কোর্সটিতে ক্লাসে নেবেন। এদের মধ্যে রয়েছেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন, অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক শফি আহমেদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায় (ভারত), অধ্যাপক অভ্র বসু (ভারত), ড. শোয়াইব জিবরান, ড. মোহাম্মদ আজম প্রমুখ।

সম্পর্কিত খবর

    তিনি জানান, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ফরম জমা দেয়া যাবে। সাক্ষাতকারের মাধ্যমে এ কোর্সে ৫০ জন সদস্য নেওয়া হবে। ফরম পেতে ও বিস্তারিত জানতে ০১৯২১-০৭৪২০৭ ও ০১৭৪৬-৭০৩৭৫৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close