• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বইমেলায় মনিরুল ইসলাম মনির ‘ভূতের ক্রিকেট’

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩৯
নিজস্ব প্রতিবেদক

স্ট্রাইকে আছেন সুফোনি ভূত। বোলার চিম্বুক ভূতের বলটি সজোরে উপর দিয়ে মেরে সীমানার কাছে পাঠিয়ে দিল সুফোনি। আম্পায়ার আসলে বুঝতে পারেননি এটি চার না ছয়! মাঠে থাকা মূল আম্পায়াররা থার্ড আম্পায়ারের সাহায্যের জন্য আবেদন করলেন।

থার্ড আম্পায়ার ল্যাংড়া ভূত ও গগণ ভূত দুজনেই গল্পে মগ্ন থাকায় বলের দিকে ভালো করে নজর রাখতে পারেননি তারা। দীর্ঘ ভাবনা-চিন্তার পর অবশেষে ল্যাংড়া ভূত সিদ্ধান্ত দিল- এটি চার’ও না আবার ছক্কা’ও না; এইটা হবে পাঁচ। এতে অবশ্য দুই দলের অধিনায়কই খুশি! ভাল একটি সিদ্ধান্ত।

সম্পর্কিত খবর

    ভুভুজেলার তালে তালে এভাবেই চলতে থাকে মনিরুল ইসলাম মনির শিশুতোষ গুচ্ছগল্প ‘ভূতের ক্রিকেট’ গ্রন্থের ভূতদের ক্রিকেট খেলার কাহিনি। মজাদার এই গ্রন্থটি সাজানো হয়েছে ৭ টি ভিন্নধর্মী ভূতের গল্প দিয়ে। বইয়ের ভেতরে প্রতিটি গল্পের কাহিনির সাথে মিল রেখে করা হয়েছে ইলস্ট্রেশন।

    বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। পাওয়া অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ২০ নং প্যাভিলিয়নে। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ ও ভেতরের অলংকরণ করেছেন নিপুণ কুন্ডু। বইটির মূল্য ১০০ টাকা হলেও মেলায় পাওয়া যাবে ২৫ ভাগ ছাড়ে ৭৫ টাকায়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close