• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বইমেলায় মনির ভূতের ক্রিকেটের মোড়ক উন্মোচন

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৮
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার খোকসার সন্তান সাংবাদিক মনিরুল ইসলাম মনির ‌‌‌‍শিশুতোষ বই ভূতের ক্রিকেটের মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রস্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে মঙ্গলবার বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (বর্তমান দায়িত্বপ্রাপ্ত) ডেইজী সরোয়ার।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। তারা ক্রমেই বই থেকে দূরে সরে যাচ্ছে। আর লেখকদেরও উচিত তাদের কলমের মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরা।

সম্পর্কিত খবর

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দীন অাহমেদ, সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ, মিজানুর রহমান বিটু, মদন মোহন বিশ্বাস (আইডিয়াল কলেজের ইংরেজী বিভাগের সাবেক প্রধান), খোকসা উপজেলা কল্যাণ সমিতির সহ সভাপতি রবিউল অালম বাবুল, আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তৌফিক অাজিজ চৌধুরী, বাংলা বায়ান্ন নিউ‌জের সম্পাদক ও প্রকাশক, আই‌ডিয়াল ক‌লে‌জের প্রভাষক কাজী আওলাদ, জিটিভির সিনিয়র এডিটর মনিরুজ্জামান শাহীন, কবি নাহিদ জামান ভাই, তরুন কুমার, প্রভাষক নাজমুল ইসলাম প্রভাষক, অাজহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপ‌তি ইফফাত জাহান এশা।

    প্রফেসর জসীম উদ্দিন আহমেদ বলেন, বই মানুষের মনের খোরাক মেটায়। তাই সবাইকে বইয়ের প্রতি টানটা বাড়াতে হবে। শুধু ফেব্রুয়ারি মাসই নয় বছরের প্রতিটি দিনেই বইয়ের সাথে সখ্যতা গড়তে হবে।

    বক্তব্যে মিজানুর রহমান বিটু বলেন, আমরা বাঙ্গালি। তাই বাংলাদেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসতে হলে আগে বইকে ভালোবাসতে হবে। আমি তরুণপ্রজন্মকে বইকে আঁকড়ে ধরার আহবান জানাচ্ছি।

    কবি মদন মোহন বিশ্বাস বলেন, আমার গর্ববোধ হচ্ছে আজ এই পরিসরে আমার ছাত্র মনিরুল ইসলাম মনির বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। কাজী আওলাদ হোসেন বলেন, আমার ছোটো ভাই মনির বইয়ের মোড়ক উন্মোচন করতে এসে খুব ভালো লাগছে।

    মোড়ক উন্মোচন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (বর্তমান দায়িত্বপ্রাপ্ত) ডেইজী সরোয়ারসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close