• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

হাত চিরুনি: সাকিব জামালের কবিতা

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:১৩ | আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:২৩
সাহিত্য ডেস্ক
কবি সাকিব জামাল

হাত চিরুনি সাকিব জামাল

তুমিহীনে- অশান্ত সময়, বিষন্ন ক্ষণ!

এলোমেলো কেশ, এলোমেলো মন-

প্রশান্তির অপেক্ষা উত্তাল সমুদ্র বয়ে চলে-

একলা না'য়ে আমি দিশেহারাপ্রবণ!

এই দুর্বত্ত সময় তাড়াতে-

চিরুনি অভিযান চায় প্রাণ,

তোমার হাতের আঙুল: আমার মাথার চিরুনি।

চাই- এ দু'য়ের অভিযানে মাতুক আমাদের সুখের সাম্পান!

আমার এমন অশান্ত সময়ে, বিষন্ন ক্ষণে-

যদি চিরুনি অভিযানে তোমার হাতআঙুলতার: প্রেমের সুপরিবাহিতায় সাজে-

পৃথিবীর সমস্ত ভালোবাসা আবেশিত হয় তখন আমার মাঝে!

বাঁচি আমি বাঁচি! বাঁচি ক্লান্তিহীন- প্রশান্ত মনে।

হাত চিরুনি,কবিতা,সাকিব জামাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close