• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

দুই সেনা কর্মকর্তার চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৮, ২২:৫১
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনা বাহিনীর দুই কর্মকর্তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মেজর জাহিদকে চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন। জাহিদের স্ত্রী জাকিয়াতুজ জোহরা এ অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেছেন।

সম্পর্কিত খবর

    মেজর জাহিদ জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে মালিতে দায়িত্ব পালনকালে গত বছরের ২৪ সেপ্টেম্বর গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

    এদিকে, লিভার সিরোসিসে আক্রান্ত আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাহীন আহমেদকে চিকিৎসার জন্য ৩০ লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close