• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ২২ মে ২০১৮, ১৮:২৭
দিনাজপুর প্রতিনিধি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতই হৃদয় দিয়ে দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন। মানুষের আশা-আকাঙ্খানুযায়ী সরকার জনকল্যাণে কাজ করছে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে হবে।

মঙ্গলবার(২২ মে) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুল-পীরেরহাট পর্যন্ত নবনির্মিত পাঁকা রাস্তার ফলক উন্মোচন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ১০টায় কামারের মোড় হতে পাইকপাড়া পিয়ারের মোড় পর্যন্ত পাকা রাস্তা, বড় হাশিমপুর হতে লুনার চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তায় হেরিং বন্ড এবং দরিশা পাড়া কুমারখালী ডারায় ত্রাণের ব্রিজ, সাড়ে ১১টায় নয়া যশাই মোড় হতে মুসা চৌধুরীর মোড় পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন, বিকেল ৩টায় বিভিন্ন গ্রামের ৫ শতাধিক বাড়িতে পল্লী বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে মহাসচিব নির্বাচিত হওয়ায় বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এরপর মন্ত্রী উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস শাহিন আলী, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারেসুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায় প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএম

উন্নয়ন,নৌকা,পররাষ্ট্রমন্ত্রী,আবুল হাসান মাহমুদ আলী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close