• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ম্যাসেজ নেই’

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১৩:৪৬ | আপডেট : ২৪ জুন ২০১৮, ১৬:৫৪
গাজীপুর সংবাদদাতা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে ভোটাররা যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ম্যাসেজ নেই। তবে নির্বাচনে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবে তাকেই ভোট দেবেন ভোটাররা।

রোববার (২৪ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমি ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে মন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট/সহকারী অ্যাডজুট্যান্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।

নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবে এটাই সরকারের প্রত্যাশা বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, আনসার সদস্যরা সংসদ নির্বাচনে প্রত্যন্ত অঞ্চলে সব সময় দায়িত্ব পালন করে থাকেন। আগামী নির্বাচনেও আনসার সদস্যদের গুরু দায়িত্ব থাকবে। সে লক্ষে আনসার সদস্যদের প্রস্তুত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খাঁন কামাল,নির্বাচন,গাজীপুর সিটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close