• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মিরপুর বিআরটিএতে দুদকের অভিযান

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১৯:২৫ | আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৯:৩২
নিজস্ব প্রতিবেদক

মিরপুরের বিআরটিএ’র কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিআরটিএ’র রেজিস্ট্রেশন ও ফিটনেস কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টচার্য্য এই তথ্য নিশ্চত করেছেন।

তিনি জানান, দুদকের অভিযোগ কেন্দ্রে (১০৬) হয়রানির শিকার যানবাহন মালিকদের অভিযোগ পেয়ে সংস্থাটি এ অভিযান চালায়।

উপপরিচালক মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশসহ ৯ সদস্যের একটি টিম দীর্ঘ পাঁচ ঘণ্টায় ২০টি কাউন্টারের সবকটিতে অভিযান চালায়।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, বিআরটিএতে বিশৃঙ্খলার কারণ দুর্নীতি, তাই এ অভিযান চলছে। এছাড়া দুর্নীতি বাজদের ধরতে ট্র্যাপ-টিম ও সদা তৎপর রাখা হয়েছে। জনগণ ঘুষ-সংস্কৃতি থেকে মুক্ত হয়ে দুদককে সহযোগিতা করলে পরিস্থিতির আরও উন্নতি হবে।

অভিযান শেষে জনসচেতনতার জন্য উক্ত কার্যালয়ে দুর্নীতিবিরোধী স্টিকার ও লিফলেট বিতরণ করা হয় এবং মাইকিং করে জনসাধারণকে ঘুষ আদান-প্রদান থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

মিরপুর,দুদক,অভিযান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close