• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

৩৯ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের জনপ্রশাসন পদক লাভ

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৩:১১
নিজস্ব প্রতিবেদক

জনসেবায় অসামান্য অবদান রেখেছেন এমন ৩৯ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩৯ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ তুলে দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের মানুষের উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই অগ্রযাত্রা যেন আর থেমে না যায়, সেটাই সবচেয়ে বড় কথা, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে জন প্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বক্তব্য দেন।

উল্লেখ্য, আজ ২৩ জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে। বিশ্বব্যাপী সিভিল সার্ভিস সদস্যদের জন্যই এ দিবস। সিভিল সার্ভিস হোক সেবামুখী ও জনমুখী এ প্রত্যাশায় জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে দিবসটি উদযাপিত হচ্ছে।

/এসএম

জনপ্রশাসন পদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close