• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না’

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১২:৫৪ | আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৫:৪৭
নিজস্ব প্রতিবেদক

দেশের মহাসড়কগুলোতেও যেন কোনোভাবে ফিটনেসবিহীন গাড়ি না চলতে পারে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সোমবার (১৩ আগস্ট) পুলিশ হেড কোয়ার্টার্সে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন এবং ঈদুল আজহার নিরাপত্তা’র বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দুই সাংবাদিকের ওপর হামলার সময় পুলিশ সদস্যদের ভূমিকা প্রসঙ্গে জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশ কতটুকু নিষ্ক্রিয় ছিল বা ছিল কি না তা তদন্ত হচ্ছে।

আইজিপি বলেন, সেদিন পুলিশের ওপরেও হামলা হয়েছিল। রাজারবাগ ও মিরপুর পুলিশ লাইন্সে এবং কাফরুল থানায় হামলা হয়েছে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। তারা ভিডিও ফুটেজ ও পত্রপত্রিকার তথ্য যাচাই বাছাই করে তদন্ত করবেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে দেশজুড়ে ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ। ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়নের এই কর্মসূচিতে ফিটনেসবিহীন গাড়িকে ঢাকার রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। যাচাই করা হচ্ছে গাড়ির বৈধতার কাগজপত্র ও চালকের লাইসেন্সও। মহাসড়কেও যেন ফিটনেসবিহীন গাড়ি না চলে এবং যাবতীয় কাগজপত্র বাছাই করা হয়, সেজন্যও ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন আইজিপি।

/অ-ভি

মহাসড়ক,ফিটনেসবিহীন,গাড়ি,আইজিপি,ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close