• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই

প্রকাশ:  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১১
নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, মোস্তাক ভাই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ১০টা বাজার ৫৫ মিনিটে মারা যান। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ডায়ালাইসিস করে তিনি বাসায় ফেরেন। কিন্তু শুক্রবার (৩১ আগস্ট) শরীর খারাপ হলে আবারও তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল।

সাইফুল ইসলাম আরো জানান , আজ (সোমবার) বাদ জোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পারিবারিকভাবে জানা গেছে, বাদ জোহর ডিআরইউতে সাংবাদিক মোস্তাক হোসেনের মরদেহ আনা হবে। সেখানে জানাজা শেষে জাতীয় প্রেসক্লাবে তার মরদেহ নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে ঢাকায় তাকে সমাহিত করা হবে।

মোস্তাক হোসেন জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নেরও সদস্য ছিলেন।

সিনিয়র এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

/এসএফ

সাংবাদিক,মৃত্যুবরণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close