• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ট্রাফিক আইন অমান্য: রাজধানীতে একদিনে অর্ধকোটি টাকার মামলা

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় একদিনে অর্ধকোটি টাকার মামলা দায়ের করা হয়েছে। সেপ্টেম্বরকে ট্রাফিক সচেতনতা মাস ঘোষণা করে এই বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, সোমবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ট্রাফিক-উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম বিভাগে অভিযানে মোট ৬১৯৮টি মামলা দেয়া হয়েছে। এতে মোট ৫২ লাখ ৩৫ হাজার ৫০ টাকার জরিমানা করা হয়।

ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে গুরুতরভাবে ট্রাফিক আইন অমান্যের কারণে ৩৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে, রেকার করা হয়েছে ৯২৬টি যানবাহন। ট্রাফিক আইন ভঙ্গের কারণে ২১৬০টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা ও বৈধ কাগজপত্র না থাকায় ১১০টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

এছাড়াও গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১০৭টি, হুটার বা বিকনলাইট ব্যবহারের জন্য ৯টি, পুলিশ স্টিকার লাগানোর জন্য ২টি ও মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০টি মামলা দেয়া হয়। গাড়ি চালানোর সময় মোবাইল বা এয়ারফোন ব্যবহারের জন্য মামলা খেয়েছেন ৩০ জন চালক।

ডিএমপি আরও জানায়, উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

/এসএম

ট্রাফিক আইন,রাজধানী,মামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close