• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নরসিংদীর চরাঞ্চলে আ'লীগ-বিএনপি সংঘর্ষ, টেটাবিদ্ধ ১২

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৫
নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলার মেঘনা নদীর দুর্গম চরাঞ্চল নজরপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের টেটার আঘাতে আহত হয়েছে ১২ জন। টেটাবিদ্ধ অবস্থায় আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত খবর

    মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে বিএনপি সমর্থিত বড়বাড়ী ও আওয়ামী লীগ সমর্থিত ভূঁইয়াবাড়ি লোকদের মধ্যে সংঘর্ষ হয়।

    পুলিশ জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ আগে ভূঁইয়া বাড়ির হালিম ভূঁইয়াকে মারপিট করেন বড়বাড়ীর শারফিন ও আজান।

    এ ঘটনার জেরে একই গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষে হালিম ভূঁইয়া বাড়ি ফেরার পথে পুনরায় তকে মারপিট করেন।

    এ খবর ভূঁইয়া বাড়ির লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের জড়িয়ে পড়ে। পরে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৭ জন টেঁটাবিদ্ধ হয়ে ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।

    শহর ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close