• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘শ্রমনির্ভর থেকে মেধানির্ভর জাতিতে পরিণত হবে দেশ’

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:২২
রাবি প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মের ওপর নির্ভর করে শ্রমনির্ভরতা থেকে মেধানির্ভর জাতিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, মাত্র নয় বছরের ব্যবধানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নয় লাখ থেকে নয় কোটিতে দাঁড়িয়েছে। এটা সারা বিশ্বের মধ্যেই বিরল। বর্তমানে ছয় লাখ দক্ষ তরুণ-তরুণী অনলাইনে কাজ করে মিলিয়ন ডলার আয় করছেন। আগামী ২০২১ সাল নাগাদ এ সংখ্যা ২০ লাখ হবে। আমরা শিক্ষার্থীদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। তাদের এটা কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, চীনে ফেসবুক, টুইটার, ইউটিউব বন্ধ। ১৯৮৪ সালের চীন আর বর্তমান চীনের মধ্যে অনেক পার্থক্য। ওই গণতন্ত্রের কী দরকার যেটা বিশৃঙ্খলা তৈরি করে? আমাদের সরকার কিছুই বন্ধ করবে না। কিন্তু আপনারা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করবেন না। গুজব ছড়াবেন না।’

উপাচার্য আরও বলেন, সাম্প্রতি যে অশুভ শক্তি জাতীয় ঐক্যের নামে জোট করছে, তাদের উদ্দেশ্য কেবল আওয়ামী লীগের বিরোধিতা করা। সরকার উৎখাত করা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসমান গণি তালুকদার, ইমেরিটাস অধ্যাপক অরুন কুমার বসাক, বঙ্গবন্ধু হাইটেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক। এতে স্বাগত বক্তৃতা করেন রাবি আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম।

এর আগে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনে ‘অগমেন্টেড রিয়্যালিটি, ভার্চুয়্যাল রিয়্যালিটি ও মিক্সড রিয়্যালিটি ল্যাব’ উদ্বোধন করেন। ল্যাবটি রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্ক প্রকল্পের আওতায় স্থাপন করা হয়। এখানে বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের এক বছর মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে।#

প্রতিমন্ত্রী,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close