• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোটার দাবিতে আজও শাহবাগে অবস্থান

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৮, ১৬:১৯
নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে ১ম ও ২য় শ্রেণিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল এর দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের পর এবার শাহবাগ মোড় অবরোধ করেছে আদিবাসী শিক্ষার্থীরা।

বুধবার (১০ অক্টোবর) সকাল ১০টায় অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। শাহবাগে অবস্থান নেয়া শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।

সম্পর্কিত খবর

    এর আগে গত ফেব্রুয়ারিতে কোটা সব মিলিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু হয়। আর নানা ঘটনাপ্রবাহের পর মন্ত্রিসভা প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা পুরোপুরি তুলে দিয়ে সাধারণ মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নেয়। পরদিন জারি হয় প্রজ্ঞাপন।

    কোটা বাতিলে মন্ত্রিসভা সিদ্ধান্ত জানানোর পর মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ। মুক্তিযোদ্ধার সন্তানদের পাশাপাশি এই কর্মসূচিতে যোগ দেয় প্রতিবন্ধীরাও। টানা ছয় দিন অবরোধের পর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা ১৪ অক্টোবর পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেন।

    প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ‘পাঁচ শতাংশ’ কোটা বহালের দাবিতে 'আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের’ ব্যানারে শতাধিক শিক্ষার্থীরা বুধবার শাহবাগে অবস্থান নেয়। কোটার দাবিতে তারা নানা ধরনের শ্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ না ছাড়ার ঘোষণা দেন।

    উল্লেখ্য, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ জমা দেয়। কমিটি নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা উঠিয়ে দেয়ার প্রস্তাব করে। সেই প্রস্তাবটিই অনুমোদন দেয় মন্ত্রিসভা।

    ফের কোটা সংস্কার,শাহবাগের আন্দোলন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close