• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

তরিকুলের মৃত্যুর খবর গুজব, আইসিইউতে ভর্তি

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ১৮:৫৩ | আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৯:০৭
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলাম মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে খবর ছড়িয়েছে, সেটি মিথ্যা। তিনি বেঁচে আছেন, তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

হাসপাতালে বিএনপি নেতার পাশে রয়েছেন তার ছেলে অনিন্দ ইসলাম অমিত এবং তার পরিবারের সদস্যরা। তারা তরিকুল ইসলামের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রোববার তরিকুল ইসলামকে দেখতে হাসপাতালে যান বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, জাতীয়তাবাদী নার্সেস অ্যাসোসিয়েশন নেত্রী জাহানারা বেগম।

পরে শায়রুল কবির জানান, এম তরিকুল ইসলাম বর্তমানে অ্যাপোলো হাসপাতালে কর্মরত ভারতীয় চিকিৎসক রাজু টিটুস ছাকু-এর অধীনে চিকিৎসাধীন। তরিকুল ইসলামের শারীরিক অবস্থা অপরিবর্তিত। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তার মারা যাওয়ার খবর গুজব।

গত শুক্রবার তরিকুল ইসলামকে পুরান ঢাকার গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরিকুল ইসলামকে দেখতে যান বলে জানিয়েছেন শায়রুল কবির।

-একে

এম তরিকুল ইসলাম,গুজব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close