• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২০ বছর পর বাংলাদেশিদের গড় আয়ু হবে প্রায় ৮০ বছর

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৮, ১২:১২ | আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স এ্যান্ড ইভালুয়েশনের এক গবেষণা জরিপ থেকে জানা যায় ২০৪০ সালে বাংলাদেশিদের গড় আয়ু হবে ৭৯.৩৪ বছর।

মঙ্গলবার ( ১৬ অক্টোবর) প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বের মানুষের গড় আয়ু ৭৯.৮ বছর। তবে ২০৪০ সালে এই গড় আয়ু বেড়ে ৮৫.৮ বছর হবে বলে আশা প্রকাশ হয়েছে এই জরিপে।

সম্পর্কিত খবর

    ২০১৬ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২.৬৩ বছর। ২০১৮ সালের প্রতিবেদনে নতুন গড় আয়ু প্রকাশ করা হয়। তবে তা হবে ২০৪০ সাল নাগাদ।

    তবে গড় আয়ুর সীমারেখা কমেছে আমেরিকানদের। জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্র ৪৩ থেকে ৬৪ স্থানে নেমেছে।

    প্রতিবেদন থেকে আরও জানা যায়, গড় আয়ুতে যুক্তরাজ্য, কলম্বিয়া, জাপান, কোস্টারিকা, সৌদি আরব এবং তুরস্কের নীচে রয়েছে আমেরিকানরা। । ২০৪০ সালের দিকে সবচেয়ে বেশি দিন বাঁচবে জাপান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, পর্টুগাল, ইটালি, ইসরাইয়েল, ফ্রাঞ্চ, লুক্সেমবার্গ এবং অস্ট্রেলিয়ানরা। তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বাড়বে সিরিয়ানদের গড় আয়ু। অপরদিকে সবচেয়ে কমবে ফিলিস্তিনিদের আয়ু।

    তবে সর্বশেষ তা নির্ভর করবে বিশ্বের সামগ্রিক গতি-প্রকৃতির উপর।

    প্রসঙ্গত, উচ্চ রক্তচাপ, বেশি মুটিয়ে যাওয়া, রক্তে সুগারের সংযোজন, নেশা করা, সিগারেট পান ইত্যাদি কারণেই মানুষের আয়ু কমবে বলে ধারনা করা হচ্ছে।

    -এসএমএ

    বাংলাদেশিদের গড় আয়ু,৭৯.৩৪ বছর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close