• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শোকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ১৬:৩৩ | আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৬:৪৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিলে এসে বিদ্যুৎস্পর্শে এক মাদ্রাসাছাত্র মারা গেছে। নিহতের নাম সাইফুল ইসলাম। তিনি হবিগঞ্জের মাধবপুরের মুসলেহ উদ্দিনের ছেলে। নিহত ওই ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামপুর মাদ্রাসার মেশকাত জামাতের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি বাস্তবায়ন হওয়ায় হেফাজতে ইসলাম এর আয়োজিত শুকরিয়া মাহফিলে এসে সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীর টপকে পার হওয়ার সময় গ্রিলে থাকা বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হন সাইফুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (৪ নভেম্বর) সকালে শোকরানা মাহফিল অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে সাইফুলের মৃত্যু হয়। তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে।

এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পিপার স্প্রেসহ আবিদুর রহমান (১৯) ও আব্দুল্লাহ মামুন (১৯) নামে দুই যুবককে আটক করা হয়।

/এইএস

নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close