• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

পুলিশকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৮, ১৭:৩০
নিজস্ব প্রতিবেদক

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পাল্টা আক্রমণে না যাওয়ায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নয়াপল্টনে বিএনপির হামলায় এডিসিসহ পুলিশের ১৩ সদস্য আহত হলেও পাল্টা আক্রমণে যায়নি পুলিশ। তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। আর এ খবর শোনার পর পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পুলিশের ওপর আক্রমণ করেছে বিএনপি। কিন্তু যত ষড়যন্ত্রই হোক নাশকতা হোক এই নির্বাচন জনগণের অনেক প্রত্যাশার তাই এই নির্বাচন হবেই। আওয়ামী লীগ এখন ইসির ভূমিকা দেখতে অপেক্ষা করছে।

এর আগে বুধবার (১৪ নভেম্বর) বেলা ১টার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করলে নয়াপল্টন এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে।

সংঘর্ষ শেষে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয় মনোনয়নপত্র বিক্রি।

/আইসা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পুলিশ বাহিনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close