• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৫ জানুয়ারির আশঙ্কা এবার নেই: এমাজউদ্দীন

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৬
নিজস্ব প্রতিবেদক

‘আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করতে হয়, নির্বাচনেও সেভাবে অংশগ্রহণ করা দরকার। এই নির্বাচন আন্দোলনও বটে। ৩০ ডিসেম্বর নির্বাচন হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো অবস্থার কোনও আশঙ্কা নেই’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার (১২ ডিসেম্বর) ‘শত নাগরিক’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বরের পর আমাদের সামনে অন্য একটা চিত্র আসবে। তবে, এই দেশের নাগরিকদের উচিত একটা প্রতিবাদ করা। আর প্রতিবাদ যদি ব্যর্থ হয়, তার জন্য আরও সুচিন্তিতভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার।

    তিনি আরো বলেন, রাষ্ট্র, সরকার ও দল যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় স্বতন্ত্র। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই গণতন্ত্র ধ্বংসের জন্য দুইটি জিনিস অত্যন্ত পরিকল্পিতভাবে সম্পন্ন করেছে। একটি হলো- সরকার ও রাজনৈতিক দলকে একীভূত করা। অন্যটি হলো- প্রশাসন, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া। ফলে এখন সরকার ও দল একাকার।

    এসময় তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, আমার অনেক ছাত্র পুলিশ বিভাগের উর্ধ্বতন হিসেবে আছেন। তাদের জন্য এখান থেকে উচ্চারণ করতে চাচ্ছি, সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে বিধ্বস্ত করার জন্য যে পরিকল্পনা করেছিল, তোমরা সরকারের এই ভুল পদক্ষেপের শিকার হইও না।

    পিবিডি/ হাসনাত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close