• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচনের আগে বিনা কারণে কাউকে হয়রানি, গ্রেফতার না করার নির্দেশ

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিনা কারণে কাউকে হয়রানি, মামলা ও গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় এ কথা বলেন সিইসি।

এসময় নুরুল হুদা বলেন, ভোট ভাগ্য সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

প্রত্যেক ভোটার বিশেষ করে নারী ভোটাররা যাতে অবাধ ও সুষ্ঠভাবে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান কে এম নূরুল হুদা।

সিইসি বলেন, একাদশ নির্বাচনকে ঘিরে পেছনের রেষ টানা প্রয়োজন। সেটি হলো ২০১৪ সালের নির্বাচন। সেই নির্বাচনের কথা ভুলে গেলে চলবে না। তখন যে ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার আলোকে আমাদের প্রস্তুতি নিতে হবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটেরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শুরু হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, আনসার ভিডিপিসহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

পিবিডি/আরিফ

কে এম নুরুল হুদা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close