• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ড. কামালকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৩১ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৪:০৫
নিজস্ব প্রতিবেদক
ছবি: পূর্বপশ্চিম

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সাংবাদিকরা।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সারা দেশ যখন ভোট উৎসবের আমেজ বিরাজ করছে তখনই ড. কামাল হোসেন সাংবাদিকদের উপর আক্রমণ করলেন, যা জাতির জন্য দূভাগ্যজনক।

তিনি বলেন, জামায়াত যখন প্রকাশ্যে রাজনীতিতে আসতে পারছে না ঠিক সেই সময় তাদেরকে পূনর্বাসনের দ্বায়িত্ব নিয়েছন তিনি।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ড. কামাল হোসেন সাংবাদিকদের অপমান করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদেরকে এবং তাদের সন্তানসহ পুরো সাংবাদিক সমাজকে অপমান করেছেন।

ড. কামালকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ তারিখের ভোটের মাঠে জনগণ আপনাকে রেড কার্ড দেখাবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে তখনই কামাল হোসেন গংরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা স্বাধীনতা বিরোধী জামায়াত ও খুনি বিএনপির পক্ষ নিয়ে মাঠে নেমেছে। তাদেরকে দাত ভাঙ্গা জবাব দিতে হবে।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, নতুন প্রজন্ম মাথা উচু করে দাঁড়াবে কখনো সাম্প্রদায়িক দোসরদের কাছে পরাজিত হবে না। এসব দোসরদের হাত থেকে দেশকে রক্ষা করতে সাংবাদিক সমাজকে এগিয়ে আসার আহবান তিনি।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্য যদি ক্ষমা না চায় তাহলে সাংবাদিকদের অপমান করায় ব্যারিস্টার মইনুলের যে অবস্থা হয়েছে, ঠিক একই পরিণতি ভোগ করতে হবে কামাল হোসেনকে। কত টাকা খেয়ে জামায়াতকে পুনর্বাসনের দ্বায়িত্ব নিয়েছেন তা জানতে চান তিনি।

প্রতিবাদ সমাবেশে থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন শাবান মাহমুদ। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং ১৮ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সারা দেশের ইউনিটগুলোতে প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরি, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ।

প্রসঙ্গত, শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন জানাতে যান ড. কামাল হোসেন। এসময় ‘আগামী নির্বাচনে জামায়াত প্রশ্নে ঐক্যফন্টের অবস্থান’ জানতে চাইলে ড. কামাল হোসেন সাংবাদিকদের র্ভৎসনা করেন এবং অসম্মানের সঙ্গে উল্টো জিজ্ঞাসা করেন ‘কতো টাকা পেয়েছো? কাদের টাকায় এসব বেহুদা প্রশ্ন করছো, তোমার নাম কী? দেখে নেবো, কোন টিভি/পত্রিকায় কাজ করো, চিনে রাখব’।

এ ঘটনায় রাতেই সাংবাদিকদের হুমকি-ধামকি ও ভয়-তীতি প্রদর্শনের অভিযোগে কুষ্টিয়ার ইবি থানায় ড. কামাল হোসেনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

এদিকে শনিবার (১৫ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত বর্ণনা করে দুঃখ প্রকাশ করেছেন ড. কামাল হোসেন।

পিবিডি/এসএম

ড. কামাল,সাংবাদিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close