• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য, ৪০৫৩টি মামলা

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:০৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০৫৩টি মামলা ও ২২,৯০,২৫০ টাকা জরিমানা আদায় ও অভিযানকালে ১৪টি গাড়ি ডাম্পিং ও ৬০৯টি গাড়ি রেকার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ।

বুধবার (১৯ ডিসেম্বর) ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানায়, মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭১৮টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৭টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সূত্র আরো জানায়, আইন অমান্য করার কারণে ১৬৮৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৫০টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৮টি মামলা দেওয়া হয়।

উল্লেখ্য, রুটিন ওয়ার্ক হিসেবে ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকে।

পিবিডি/আরিফ

ডিএমপি,মামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close