• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ভাববেন না,মুর্তি ফের খাড়া হয়ে যাবে’

প্রকাশ:  ১১ মার্চ ২০১৮, ১৯:২০ | আপডেট : ১১ মার্চ ২০১৮, ২০:০১
পুর্বপশ্চিম ডেস্ক

ত্রিপুরা কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে মূর্তি ভাঙার প্রবণতা একেবারে মহামারির মত ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি গান্ধী, নেতাজির মুর্তিও।এবার সেই ইস্যুতেই মুখ খুলেছেন লেখিকা তসলিমা নাসরিন।

এই প্রসঙ্গে এক ট্যুইটে তিনি লিখেছেন, ‘মানুষ তাঁদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না। লেনিন, পেরিয়ার, আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা হয়েছে। ভাববেন না,মূর্তি ফের খাড়া হয়ে ‌যাবে।’

সম্পর্কিত খবর

    এক অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত লেখিকা বলেন, ’মধ্য‌যুগে কোনও ‌যুদ্ধের শেষে পরাজিতদের সম্পত্তি লুট করা হতো। কিন্তু এখন সেই ‌যুগ নেই। এখন গণতন্ত্রের ‌যুগ। রাজনৈতিক প্রতিপক্ষ মানে আপনার শত্রু নন। কেউ লেনিনকে পছন্দ না করতেই পারেন। কিন্তু তাঁর মূর্তি ভেঙে ফেলা বাঞ্ছনীয় নয়।’

    আর একটি ট্যুইটে তসলিমা লিখছেন, ‘কলকাতায় গান্ধী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নেতাজির মূর্তি সম্ভবত এক্স ও ওয়াই ক্যাটিগোরি নিরাপত্তা পাচ্ছে। কিন্তু লেনিনের মূর্তি জেড প্লাস ক্যাটিগোরির সিকিউরিটি পাচ্ছে। লাল সেলাম, কমরেড মূর্তি।‘

    বিধানসভা নির্বাচন শেষ হতেই ভেঙে ফেলা হয়েছে লেনিনের দু’টি মূর্তি। কলকাতায় ভাঙা হয়েছে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। অন্যদিকে দক্ষিণ ভারতে পেরিয়ার ও উত্তর প্রদেশে ভাঙা হয়েছে বি আর আম্বেদকরের মূর্তি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close