• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ. লীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি: কবির হালদার

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৭, ০০:৫৩ | আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ০১:০১
মুন্সিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা কবির হালদার। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দীঘির-পাড় ইউনিয়নের হালদারের পরিবারের সন্তান তিনি। পিতা মৃত মোমতাজ উদ্দীন হালদার। টঙ্গীবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জগলুল হালদার ভূতুর ছোট ভাই তিনি। ছোট বেলা থেকেই রাজনীতিতে জড়িত কবির হালদার। তাদের পরিবারটিকে আওয়ামী লীগের একটি অংশ হিসেবেই মনে করেন তিন। কবীর হালদার জানান, আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। কয়েকবার মিথ্যা মামলায় কারাবন্দীও হয়েছি। তারপরেও আওয়ামী লীগ থেকে সরে যাইনি। দীর্ঘদিন বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজের ভিপি ছিলাম। ১৯৮৭ সালে কলেজে প্রবেশ করেই জাতীয়পার্টির মিথ্যা মামলায় কারাবন্দী হই। এরপর ১৯৯২ সালে লৌহজং কলেজ ছাত্রলীগের কমিটি করতে গিয়ে সেখানেও বিএনপির মিথ্যা মামলায় কারাবন্দী হই। পরপর মিথ্যা মামলা দিয়েও রাজনীতি থেকে সরাতে ব্যর্থ হয় জাতীয় পার্টি ও বিএনপি। পরবর্তীতে ১৯৯৪ সালে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হই।

সম্পর্কিত খবর

    তিনি আরো জানান, আমি ও আমার কয়েকজন সহযোগিদের নিয়ে টঙ্গীবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও উচ্চ বিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কমিটি গঠন করি। বর্তমানে তিনি কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদস্য মন্ট্রিয়ল এসোসিয়েশন অফ কানাডা। তিনি মনে করেন টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠায় তার অবদান অনেক। টঙ্গীবাড়ী উপজেলাবাসীর জন্য তিনি কাজ করতে পারলেই নিজেকে স্বার্থক মনে করবেন। আগামী টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close