• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'বঙ্গবন্ধুকে জানলেই হবে না, হৃদয়ে ধারণ করতে হবে'

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ১৩:৩০
চাঁদপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুকে জানা মানেই বাংলাদেশের ইতিহাসকে জানা, বঙ্গবন্ধুকে জানা মানেই শত্রু-মিত্রকে জানা, বঙ্গবন্ধুকে জানা মানেই স্বাধীনতা ইতিহাস জানা- বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে শুধু জানলেই হবে না, ভাষণ দিলেই হবে না, হৃদয়ে ধারণ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি আজ দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মবাষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যেই সোনার বাংলা বিনির্মাণে স্বপ্ন দেখেছিলেন, আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সেই পথেই আমরা এগিয়ে যাচ্ছি। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে মূল্যায়ন করছে।

    এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন।

    এর আগে মন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close