• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আ.লীগ নেতার আত্মহত্যা

প্রকাশ:  ১৬ মে ২০১৮, ১৯:২৯
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আওয়ামীলীগের এক নেতা আত্মহত্যা করেছেন। তার নাম পরিমল মোদক (৬৫)। পরিমল উপজেলার মইলাকান্দা ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি। বুধবার (১৬ মে)ময়মনসিংহ-জারিয়া রেলসড়কের শ্যামগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। ইউনিয়ন আ.লীগের সভাপতি আইনজীবি গোলাম মোস্তফা পরিমলের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, পরিমলের বাড়ি মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জে। তিনি ওই এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেটি বুধবার সকালে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে জারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। শ্যামগঞ্জ বাজার অতিক্রম করার সময় পরিমল চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলে কাটা পড়ে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে আহত পরিমল বাবুকে স্থানীয়দের সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেণ করি। পরে শোনেছি সে মারা গেছে। কিন্তু কি কারণে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে সেটা সঠিক বলতে পারছিনা।

ওএফ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে,আ.লীগ নেতার আত্মহত্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close