• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিলেটে ছাত্রদলের দুই নেতা আটক

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৫:৫৬
সিলেট সংবাদদাতা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ ও সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক এনামুল হককে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে নগরের উপশহর থেকে শাহপরাণ থানা পুলিশ তাদের আটক করে।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার বলেন, নির্বাচনকে সামনে রেখে সিলেটে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে। প্রতিদিন পুলিশের একাধিক বাহিনী বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালাচ্ছেন। এই সিটি নির্বাচনে আওয়ামী লীগ সরকার চাচ্ছে প্রভাব খাটিয়ে জনগণের রায় তাদের পক্ষে নেওয়ার জন্য। কিন্তু এই সিলেটের মানুষ তা কখন হতে দেবে না।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এদিকে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকা সাঈদ আহমদ ও এনামুল হকের এই আটককে দলীয় নেতাকর্মীদের মধ্যে ভীতির সৃষ্টি করতেই পুলিশ এটি করেছে বলে অভিযোগ করেছেন। ধানের শীষের বিজয় ঠেকাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়ন করছে পুলিশ।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সাঈদ ও এনামুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা এতোদিন আত্মগোপনে ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে।

/এসএফ

ছাত্রদল,আটক,সিলেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close