• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দেশের মানুষের কাছে এরশাদ আজও জনপ্রিয়’

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪২ | আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫০
পটুয়াখালী প্রতিনিধি

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী সেটিং করা হবে। তবে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রাথমিক সিদ্ধান্তও নিয়েছে। সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলে থাকা মানেই সরকারকে বিব্রত করা নয় জানিয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, বিরোধী দলে থাকা মানে আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করা এবং ভাংচুর করে দেশের সম্পদ নষ্ট করা নয়। বিরোধী দলের কাজ হচ্ছে, সরকারের ভুলগুলো আলোচনা-সমালোচনা করে সঠিক পথ দেখিয়ে দেয়া।

তিনি বলেন, দীর্ঘদিন জাতীয় পার্টি বিরোধী দলে থেকেও সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নসহ দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করেছে। এটাই জাতীয় পার্টির রাজনীতির মূলনীতি।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, জাতীয় পার্টির শাসন আমল থেকেই দেশের উন্নয়নের সূচনা ঘটেছে। তার ছোঁয়া এখনও দেশ থেকে মুছে যায়নি। সে কারণেই দেশের মানুষের কাছে হুসেইন মুহম্মদ এরশাদ আজও জনপ্রিয়।

/অ-ভি

জাতীয় পার্টি,মহাসচিব,রুহুল আমিন হাওলাদার,নির্বাচন,মহাজোট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close