• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘মাশরাফিরা রাজনীতিতে আসলে পার্লামেন্টের চেহারা পাল্টে যাবে’

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১৯:০৬
স্পোর্টস ডেস্ক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খেলোয়াড়রা বেশ আগ্রহী। এবার এ তালিকায় যুক্ত হলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও তারকা ফুটবলার আমিনুল ইসলামের নাম। তিনি ঢাকা-১৪ আসন থেকে লড়তে বিএনপির দলীয় মনোনয়নপত্র কিনেছেন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আমিনুল।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি ঢাকা-১৪ আসন থেকে দলীয় মনোনয়নপত্র কিনেছি। আশা করি তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন।

এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জয় শতভাগ নিশ্চিত। যদিও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। তারপরও জনগণ ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের এ অপশাসন ও অত্যাচারের জবাব দেবে।

জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাশরাফি বিন মোর্তজা নৌকার মনোনয়নপত্র নিয়েছেন, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তাকে স্বাগত জানাই। সে অত্যন্ত ভালো ছেলে। আমি মনে করি মাশরাফির মতো ছেলেরা রাজনীতিতে আসলে পার্লামেন্টের চেহারা চেঞ্জ হয়ে যাবে।

/অ-ভি

মাশরাফি বিন মর্তুজা,নির্বাচন,আমিনুল ইসলাম,মনোনয়ন পত্র,রাজনীতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close