• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘আ.লীগ এখন ইসির ভূমিকা দেখতে অপেক্ষা করছে’

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৮, ১৬:১৬ | আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৬:২১
নিজস্ব প্রতিবেদক

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পুলিশের উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আওয়ামী লীগ এখন ইসির ভূমিকা দেখতে অপেক্ষা করছে।

বুধবার (১৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার মাধ্যমে প্রমাণ করল তারা সন্ত্রাসীদের দল।

কাদের বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও নির্বাচন বানচাল করতে পুলিশের ওপর আক্রমণ করেছে বিএনপি।

এর আগে বুধবার (১৪ নভেম্বর) বেলা ১টার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করলে নয়াপল্টন এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে সাত দফা এক দাবি, খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানের মুক্তি চাই, রাজপথ ছাড়ব না ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে।

উল্লেখ্য, সংঘর্ষ শেষে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি।

/আইসা

ওবায়দুল কাদের
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close