• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৩ | আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:০৩
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে নির্বাচনী প্রচারণা শুরুর পর ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয়।

বিএনপি চেয়ারপাসরনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, সরকারি দলের নেতাকর্মীরা গাড়ি বহরে হামলা চালিয়েছে। তবে মহাসচিব অক্ষত আছেন।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান জানান, দানার হাট এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করলে একদল উশৃঙ্খল যুবক লাঠিসোটা নিয়ে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা চালায়। এতে ১০টি গাড়ির গ্লাস ভেঙে যায়।

এ সময় মির্জা ফখরুলের সফরসঙ্গীসহ ১২ জন আহত হন বলেও জানান তৈমুর।

এ ব্যপারে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কে বা কারা হামলা করেছে তা আমরা খতিয়ে দেখছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণা হিসেবে আজ তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছিলেন, আমি মঙ্গলবার ঠাকুরগাঁও যাব। সেখানে ভোটের প্রচারে অংশ নেব। এরপর বগুড়াও যাব। দুইদিন থেকে ঢাকায় ফিরে আসব।

পিবিডি/এসএম

মির্জা ফখরুল,বিএনপি,ঠাকুরগাঁও
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close