• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৪১
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ চলে।

পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা এবং ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান বাবুলের সমর্থকদের মধ্যে এলাকায় বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সোমবার বিকালে সাব্দার মোল্লা গ্রুপের একজনকে পিটিয়ে আহত করে মিজানুর রহমান বাবুলের লোকজন। এ নিয়ে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র ঢাল, ফালা, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতদের শৈলকুপা হাসপাতালসহ বিভিন্ন ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্তলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/পি.এস

ঝিনাইদহ,আ’লীগ,সংঘর্ষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close