• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাঙামাটিতে নির্বাচন ঘিরে উৎসবের আমেজ

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৮
রাঙামাটি প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশের মতো পাহাড় ঘেরা সবচেয়ে বড় ২৯৯নং সংসদীয় আসন রাঙামাটিতেও বইছে উৎসবের আমেজ। বুধবার (১২ ডিসেম্বর) সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে গণসংযোগের মধ্যদিয়ে শহরে নির্বাচনী প্রচারণা শুরু করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এতে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করে রিজার্ভ বাজার প্রধান সড়ক, গীতাশ্রম মুখ হয়ে রিজার্ভ বাজার ১নং পাথরঘাটার সামনে গিয়ে শেষ হয়।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান এবং লিফলেট বিতরণ করে ব্যবসায়ী ও পথচারীদের কাছে নৌকা প্রতীকে ভোট চান।

এই সময় জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আমির, জেলা ছাত্রলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম রাজু সহ জেলা, শহর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ২শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়াও এই আসনে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার প্রচারণা করছেন লংদুর উপজেলায়, অপর দিকে বিএনপি প্রার্থী মনিস্বপন দেওয়ান প্রচারণা চালাচ্ছেন কাউখালি উপজেলায়।

অন্য প্রার্থীরা প্রচারণা শুরুর প্রথমদিন থেকে অভ্যন্তরীণ সভা, প্রচারণার পাশাপাশি মাইকিং করেও তাদের ভোট চাইছেন ভোটারদের কাছে।

/পি.এস

রাঙামাটি,নির্বাচন,উৎসব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close