• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফোনালাপ ফাঁস

বিএনপি নেতা মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এক কর্মকর্তার ফোনালাপ ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফাঁস হওয়া ফোনালাপকে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে কুমিল্লার দাউদকান্দি থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

তিনি অভিযোগ করেন, বুধবার রাতে একটি গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআইয়ের এজেন্ট মেহমুদের যে কথোপকথন প্রকাশিত হয়েছে তাতে বোঝা যায় তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে দাউদকান্দি থানায় এসএই প্রদীপ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১২ টার দিকে আলী সুমন অভিযোগ করেন। সেটা এখনও মামলা হয়নি। তবে আজকে দুপুরের মধ্যে মামলা দায়ের হতে পারে।

প্রদীপ বলেন, অভিযোগ পত্র থেকে জানা যায়, ড. খন্দকার মোশাররফ হোসেন তার মোবাইল ফোনে দুবাই অবস্থানরত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্ট মাহমুদের সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন। যা ১১ তারিখ এশিয়ান ট্রিবিউন এ প্রকাশিত হয়। সেখানে ফোনআলাপে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র নিয়ে কথা বলা হয়।

পিবিডি/এসএম

খন্দকার মোশাররফ হোসেন,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close