• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বরিশালে হাতাপাখা প্রার্থীর কর্মীর ওপর হামলা

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:০৩
বরিশাল প্রতিনিধি

জুমার নামাজ শেষে মসজিদের সামনে গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বরিশালের রূপাতলী আছালত খান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত শাকিল হোসেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ সম্পাদক।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল নামাজের পর মসজিদের বাইরে হাতপাখা প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের লিফলেট বিতরণ করছিলেন। এসময় শাকিলকে স্থানীয় ব্যবসায়ী মিরাজ লিফলেট বিতরণ করতে বারণ করেন ও বাধা দেয়। কিন্তু শাকিল তাতে ভ্রুক্ষেপ না করে লিফলেট বিতরণ অব্যাহত রাখলে মিরাজ ও তার সহযোগীরা শাকিলকে মারধর করে এবং ইট দিয়ে আঘাত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম।

বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ জানান, এ ঘটনায় তাৎক্ষণিক রিটার্নিং কর্মকর্তাকে মোবাইল ফোনে জানানো হয়েছে।

বিষয়টি লিখিত আকারেও জানানো হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

/পি.এস

বরিশাল,হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close