• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ভাঙ্গায় আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:১৩
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের সাথে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ’র সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত ও একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর নৌকার সমর্থকেরা ভাঙ্গায় মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধার দিকে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির ব্যক্তিগত সহকারী মো. জাহিদুর রহমান রিয়ন জানান, সাংসদের গাড়ি বহর উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাবর্দী গ্রাম থেকে ফেরার পথে নৌকার সমর্থকেরা গতিরোধ করে। এসময় বহরে থাকা লোকজন গাড়ি ছাড়িয়ে আনতে গেলে উভয়পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়।

তবে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন শেখ দাবি করেন, কথাকাটাকাটির এক পর্যায়ে নিক্সন চৌধুরী ও তার সমর্থকরা হামলা চালিয়ে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। এসময় পাঁচজন আহত হন। আহতরা হলেন, জামাল আব্দুল বারী ভুইয়া, শেখ নুর আলম, কুদ্দুস মৃধা, কুদ্দুস ভুইয়া ও আব্দুল হালিম।

এ ঘটনার পর কাজী জাফরউল্লাহর সমর্থকরা ভাঙ্গা চৌরাস্তা মহাসড়কের চারটি পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচল আটকে দেয়।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, একটি পক্ষ সড়ক অবরোধ করে রেখেছে। তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছি।

/পি.এস

ফরিদপুর,আ’লীগ,সংঘর্ষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close