• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঐক্যফ্রন্টের রোডমার্চ দুপুরে

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:২৬
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত রোডমার্চ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি মাঠে পথসভার মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। রোডমার্চে ড. কামাল হোসেনসহ জোটের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, রোডমার্চের প্রথম পথসভা হবে ঢাকায়। শনিবার দুপুর ২টায় টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি মাঠ থেকে এটি শুরু হবে। এরপরে গাজীপুর চৌরাস্তা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর হয়ে শেরপুরে এই পথসভা শেষ হবে।

সম্পর্কিত খবর

    বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। শুক্রবার (১৪ ডিসেম্বর) জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলনেও এই কর্মসূচি হবে বলে জানানো হয়।

    সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, হামলার প্রতিবাদে আমরা রোডমার্চ কর্মসূচি ঘোষণা করছি। পথিমধ্যে কয়েকটি জায়গায় পথসভা হবে। ইতোমধ্যে কর্মসূচির বিষয়ে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

    আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতি সৌধে ফুল দেয়া ও বিজয় র‌্যালি বের করার কর্মসূচি দিয়েছে ঐক্যফ্রন্ট। ১৭ ডিসেম্বর সোমবার তাদের ইশতিহার ঘোষণা করা হবে।

    পিবিডি/এসএম

    ঐক্যফ্রন্ট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close