• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

জানি হামলা আরও বাড়বে, কিন্তু মাঠ ছাড়বো না: রিজভী

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৫
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমাদের ওপর হামলা হচ্ছে। জানি এই হামলা আরও বাড়বে। কিন্তু এজন্য মাঠ ছাড়বো না।

শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, মির্জা আব্বাসের ওপর হামলা হয়েছে, মাহবুব উদ্দিন খোকনের ওপর গুলি হয়েছে, রুমানা মাহমুদ গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু কেউ এলাকা ছাড়েননি। কারণ, এটা আমাদের নির্বাচনী যুদ্ধ।

তিনি আরও বলেন, আমরা ভোটের দিন জনগণকে কেন্দ্রে পৌঁছে দেব। এটা আমাদের অধিকার। আমরা এই অধিকার নিশ্চিত করবো।

রিজভী বলেন, প্রশাসন সরকারি দলের হয়ে কাজ করছে। এটা দেশের জন্য লজ্জার ব্যাপার। এছাড়া প্রশাসনের যার নিরপেক্ষভাবে কাজ করতে চাচ্ছেন তাদের বাধা দেওয়া হচ্ছে। না হলে সরিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘গতকাল ড.কামালের বাদানুবাদ নিয়ে তুলকালাম হয়ে গেছে, অথচ ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা হলো, সেটা নিয়ে টকশোতে কোনো আলোচনা নেই।

পিবিডি/রবিউল

রুহুল কবির রিজভী,বিএনপি,মির্জা আব্বাস,মাহবুব উদ্দিন খোকন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close