• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে: ঐক্যফ্রন্ট

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের ইশতেহারে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনে প্রীতম-জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান কার্যালয় থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সূচনা বক্তব্য দেন এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ইশতেহার পাঠ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ ও ড. রেজা কিবরিয়া প্রমুখ।

পিবিডি/এসএম

ঐক্যফ্রন্ট,ইশতেহার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close