• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপি প্রার্থী ডা. শাহাদাতের বাসায় তল্লাশি, ভাঙচুর করার অভিযোগ

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:০১
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের বাসায় মধ্যরাতে তল্লাশি ও ভাঙচুর করার অভিযোগ করেছেন তার মা শায়েস্তা খাতুন।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে নগরীর বাদশা মিয়া চৌধুরী রোডের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

শায়েস্তা খাতুন অভিযোগ করে জানান, রোববার (১৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে বাসায় অনবরত কলিং বেল বাজতে থাকে। তখন জিজ্ঞাসা করা হয় কে ‘আমরা পুলিশ’। আমি বললাম বাসায় দুই কাজের মেয়ে নিয়ে থাকি। ঘরে কোনও পুরুষ লোক নেই। ডা. শাহাদাতকে ধরে নিয়ে গেছেন। এরপরও কেন আসছেন? আমি দরজা খুলবো না।

এ সময় তারা বলেন, প্রয়োজনে দরজা ভেঙে প্রবেশ করবো। তখন আমি দরজা খুলে দেই। খুলে দেয়ার সঙ্গে সঙ্গে ৮-১০ জন পুলিশ ঘরে ঢুকে তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে তারা আমার বাসার দক্ষিণ পাশের বাথরুমে ভাঙচুর চালায়। গৃহকর্মীদের সঙ্গে দুর্বব্যবহার করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা আমি ও আমার কাজের মেয়েদের কাছ থেকে সাদা কাগজে সই ও টিপ সই নেয়।

তিনি আরও বলেন, আমার ছেলে জেলে। কোনও প্রচার আমরা চালাতে পারছি না। প্রতিনিয়ত দলের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃত সিএনজি ভাঙচুর ও ৫ কর্মীকে এ পর্যন্ত ছুরিকাঘাত করেছে। কোথাও একটি পোস্টারও লাগাতে দিচ্ছে না। রাতের বেলায় পুলিশ নির্বাচনি কাজে নিয়োজিত কর্মীদের বাসায় গিয়ে তল্লাশি করছে।

/পি.এস

চট্টগ্রাম,তল্লাশি,ভাঙচুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close