• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপির নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:২৭
মাগুরা প্রতিনিধি

মাগুরা-২ আসনে বিএনপির দুটি নির্বাচনী অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) উপজেলার বিনোদপুর বাজার এবং গোপিনাথপুরে নির্বাচনী অফিসে এ হামলার ঘটনা ঘটে বরে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

মহম্মদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আযম সাবু জানান, মঙ্গলবার সন্ধ্যার পর এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর ছেলে মিথুন রায় চৌধুরী বিনোদপুর নির্বাচনি অফিসে বসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এসময় পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ কর্মীরা অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে মিথুন সরে গেলেও স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী নির্বাচনী অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এসময় ৫ জন বিএনপি কর্মী আহত হয়। এরপর বালিদিয়া ইউনিয়নের গোপিনাথপুর নির্বাচনি অফিসেও ভাঙচুর করা হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম এটা মূলত কাজী সালিমুল হক কামাল এবং নিতাই রায় চৌধুরীর মধ্যে দীর্ঘদিনের দলীয় কোন্দলের ফলাফল। এখানে আওয়ামী লীগের কোনও হাত নেই। বরং আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই নির্বাচনি পরিবেশ নষ্ট করার উদ্দেশে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, বিএনপির নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়েছে এটা সত্য। তবে কে বা কারা করেছে তা আমরা তদন্ত করছি।

পিবিডি/পি.এস

মাগুরা,বিএনপি,নির্বাচনী,হামলা,ভাঙচুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close